শিমুলিয়া ইউনিয়নের দক্ষিনে ছোট একটা নদী যার নাম কান্তাবতী নদী। যে নদীটি মানিকগঞ্জ জেলার শিবালয় ও হরিরামপুর উপজেলা দুটিকে আলাদা করে চেনার উপায় দেখিয়েছে। এখন খুব সহজেই কোনটা হরিরামপুর উপজেলা ও কোনটা শিবালয় উপজেলা তা চেনা যায়। পাড়াগ্রাম চালিতা বাড়ী এই দুই গ্রামের মধ্যে একটি খাল যার ঘিওর উপজেলার নালী ইউনিয়ন বিভিন্ন গ্রামের জনগন ঐ খাল দিয়ে নৌকা টলার দ্বারা মালামাল নিয়ে ঝিটকা হাটে যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস